ঈদের আগের দিন বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাইয়ের মৃত্যু

 

প্রতীকী ছবি

আহাদ মিয়া, পিবিএ, মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে বড় ভাই মামুনুর রশীদ মামুনের (৩০) দায়ের কোপে ছোট ভাই রাজিবুর রহমান রাজিব (১৭) এর মৃত্যু হয়েছে। নিহত রাজিবুর রহমান রাজিব (১৭) উপজেলার রবিরবাজার হাফিজিয়া মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র। উপজেলার কর্মধা ইউনিয়নের নোনা টিলাবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে।

রোববার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ রাজিবের লাশ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মামুন ও রাজিব উপজেলার কর্মধা ইউনিয়নের নোনা গ্রামের ওয়াসির আলীর ছেলে। তাদের আরও দুই ভাই প্রবাসে বসবাস করেন। রাজিব স্থানীয় মাদ্রাসায় হাফিজি পড়াশোনা করতো। ঈদের ছুটিতে বাড়িতে এসেছে। এদিকে মামুন দীর্ঘদিন যাবৎ মানসিক বিকারগ্রস্ত। কোন কারন ছাড়াই সকালে সে এঘটনা ঘটিয়েছে।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী বলেন, মামুন মানসিক অসুস্থ। কোন বিবাধ ছাড়াই সে এ কান্ড ঘটিয়েছে। লাশ ময়নাতদন্তে জন্য পাঠানো হয়েছে।

পিবিএ/আহাদ/জেডআই

আরও পড়ুন...