ঈদের আগে লক্ষ্মীপুরে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক-২

পিবিএ,লক্ষ্মীপুর : ঈদকে সামনে রেখে লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি এলজি, ১ টি ধামা, ৩ টি ছোরা, ১ টি লোহার ছেনি, ২ টি কার্তুজ ও ৪ টি কালো মুখোশ উদ্ধার করা হয়। রোববার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার শাকচর ইউনিয়নে অভিযান চালিয়ে দুই ডাকাতকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে শাহেদ হেসেন ও একই গ্রামের মৃত তসলিম হেসেনের ছেলে মুরাদ হোসেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, ঈদকে সামনে রেখে লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর গ্রামে রাত ৩টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দুই ডাকাতকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, কার্তুজ, ছুরিসহ ডাকাতি কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

পিবিএ/আলমগীর হোসেন/জেডআই

আরও পড়ুন...