পিবিএ স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের পর পরই স্টিভ রোডসের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটের। শুরু হয়েছে নতুন কোচের খোঁজ। তৈরি হচ্ছে তালিকা। এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে সাবেক কোচ চান্ডিকা হাথুরুসিংহেকে আবার বাংলাদেশ দলের কোচের পদে দেখা যেতে পারে। বিসিবি থেকে এরমধ্যে যোগাযোগও করা হয়েছে তার সঙ্গে। আসন্ন ঈদের আগে হাথুরুসিংহের চূড়ান্ত সাক্ষাৎকার হবে বিসিবির। তবে সেটি ফোনের মধ্যে নেয়া হবে।
শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে শেষ হয়েছে কোচ হাথুরুসিংহের সম্পর্ক। প্রায় দুই বছর আগে বাংলাদেশ দলের কোচের পদ ছেড়ে শ্রীলঙ্কা দলের দায়িত্ব নিয়েছিলেন হাথুরুসিংহে। কিন্তু তার কোচিংয়ে খুব একটা সাফল্য পাচ্ছে না শ্রীলঙ্কা দল। বিশেষ করে বিশ্বকাপে বাজে পারফর্ম করে লঙ্কান দলটি। তাই শুধু সামলোচনাই নয়, হাথুরুসিংহেকে বিদায় জানালো লঙ্কান ক্রিকেট বোর্ড।
পিবিএ/ বাখ