ঈদের চমক হিসেবে আসছে সজিব শানের “মিথ্যা অনুভূতি”

পিবিএ ডেস্ক: আসছে আগামি রবিবার পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কণ্ঠশিল্পী “সজিব শানের” কন্ঠে গাওয়া “মিথ্যা অনুভূতি”শিরোনামের গানটির- মিউজিক ভিডিও প্রকাশ করতে যাচ্ছে।

শিল্পীর কন্ঠে গাওয়া এ গানের কথা ও সুর করেছেন “আদনান কবির”। গানটির সংগীত পরিচালক “রেমো বিপ্লব”। মিউজিক ভিডিওটি নির্মাণ করছেন পরিচালক “অন্তর হাসান”।এছাড়াও গানের ভিডিওতে মডেল হিসাবে দেখা যাবে জনপ্রিয় মডেল উর্মিলা,আনিসুল হক নিলয় ও ইমরান খানকে।গানটি প্রকাশিত হচ্ছে দেশের সুমান ধন্য ইউটিউব চ্যানেল জি সিরিজ (অগ্নিবীণা) ব্যানার থেকে।

গানের প্রসঙ্গে সজিব শান বলেন, গানটি পুরোপুরি শুটিং করা হয়েছে নারায়ণগঞ্জ রুপগন্জে (তিনশ ফিট)এলাকায় । অত্যন্ত মনোরম দৃশ্য ধারণ করা হয়েছে মিউজিক ভিডিও তে । তিনি আরো বলেন, আমার বিশ্বাস গানটি আপনার হ্নদয় ছুঁয়ে যাবে । চেয়েছি একটু ভিন্ন কিছু দিতে, সবাই আমার জন্য দোয়া করবেন, সামনে যেন আরো ভালো ভালো গান উপহার দিতে পারি।

গানের প্রসঙ্গে গানের গীতিকার ও সুরকার আদনান কবির জানান,বাস্তব মানুষের চরিত্র থেকে গানের কথা গুলো নেওয়া । গানটি শুনলে আশা করি আপনাদের ভালো লাগবে এবং গানের কথার সাথে মিল রেখেই সুন্দর একটা গল্প দিয়ে মিউজিক ভিডিওটি তৈরি করা হয়ছে | আশাকরি ভালো কিছু পেতে যাচ্ছেন আপনারা আর বাকিটা দেখলেই বুঝতে পারবেন ।গান যেহেতু এখন শোনার পাশাপাশি দেখারও বিষয়। তাই আশা করি গানটি দর্শক শ্রোতাদের ভালো লাগবে।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...