ঈদের পর নিউইয়র্কে মৌসুমের প্রথম বিভার ক্রুজ

তোফাজ্জল লিটন,নিউইয়র্ক: ঈদের পর নিউইয়র্কে মৌসুমের প্রথম বিভার ক্রুজ অনুষ্ঠিত হলো ৯ জুন রাতে। ইস্ট রিভারে ৩৫৭ জন বাংলাদেশি যাত্রী নিয়ে জাহাজটি ঘুরে বেড়ায় কুইন্স ম্যানহাটনের নানান দর্শনীয় স্থান। শো টাইম মিউজিকের এই আয়োজনে গান গেয়ে দর্শক মাতিয়ে রাখেন শাহ মাহবুব এবং রুকসানা মির্জা। কাওয়ালি গানের সঙ্গে নেচে বিনোদন দেন সিমরান খান। ক্রুজ উদ্বোধন করেন ডাক্তার চৌধুরী সারওয়ার হাসান।

রিভার ক্রুজে অংশগ্রহনকারী প্রজন্ম ৭১ যুক্তরাষ্ট্রের সভাপতি শিবলী ছাদিক পিবিএ’কে বলেন, আমরা যেমন গান শুনে আনন্দ পেয়েছি তেমনি উপভোগ করেছি সন্ধ্যার সুন্দর আবহাওয়ায়। নদীর পাড়ের প্রাকৃতিক সৌন্দর্য । স্টেচু অব লিবার্টি, জাতিসংঘ ভবন, ইলিচ ও গভর্ণর আইল্যান্ডসহ নানান স্থপনা দেখেছি নদী থেকে যা নাগরিক জীবন থেকে সম্পূর্ণ ভিন্ন। খাবারও ছিলো মজাদার। আমি দারুন উপভোগ করেছি এই রিভার ক্রুজ।

শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম বলেন, প্রবাসে আমরা সবার কঠোর পরিশ্রম করি। পরিবার নিয়ে আমাদের নির্মল আনন্দের সংস্থান খুব কম। ছোট্ট শিশু নারী পুরুষ সবাই পারিবারিক আবহে স্বতঃস্ফূর্তভাবে যে আনন্দ করেছে এটা দেখেই আমাদের এই আয়োজন সার্থক মনে হয়েছে।

পিবিএ/হক

আরও পড়ুন...