ঈদের শুভেচ্ছা জানিয়েছে মার্কিন রাষ্ট্রদূত

পিবিএ,ঢাকা: বাংলাদেশের মানুষদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। একইসঙ্গে তিনি সৌদিতে হজযাত্রীদের নিরাপদ ভ্রমণ কামনা করেছেন। সোমবার (১২ আগস্ট) ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান।

বিবৃতিতে রবার্ট মিলার বলেন, বাংলাদেশি জনগণকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঈদুল আজহার শুভকামনা! আমেরিকাসহ বিশ্বের সব মুসলমান সম্প্রদায়ের জন্য ঈদ হলো ত্যাগ ও ভক্তি মহিমান্বিত করার উপলক্ষ। সেই সঙ্গে আমি এবছর হজ পালনকারী লাখ লাখ মুসলিমের নিরাপদ ভ্রমণ কামনা করছি। ঈদ মোবারক!

পিবিএ/বাখ

আরও পড়ুন...