ঈদের সময় ডেঙ্গু রোগী আরো বাড়ার আশংকা করছেন স্বাস্থ্যমন্ত্রী

পিবিএ, মানিকগঞ্জ : ঈদের সময় ডেঙ্গু রোগী আরো বাড়ার আশংকা করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ডেঙ্গু যেহেুতু ঢাকায় বেশী হয়েছে। এই ডেঙ্গু রোগীরা সারাদেশেই ছড়িয়ে দিতে পারে।অন্যান্য জেলায়ও ডেঙ্গু বাড়তে পারে। সেজন্য সমস্ত জেলা প্রশাসক, সিভিল সার্জনকে জানানো হয়েছে যেন যথাযথ ব্যবস্থা গ্রহন করেন।

মন্ত্রী রবিবার রাতে মানিকগঞ্জের গড়পাড়ায় জাতীয় শোক দিবস পালনের কর্মসূচি ও ডেঙ্গু জ্বর এবং সমসাময়িক বিষয় নিয়ে সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জাহিদ মালেক আরো বলেন, পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে ডেঙ্গু হয় না। সিংগাপুর সবচেযে পরিস্কার দেশ। সেখানেও ডেঙ্গু হয়। আমেরিকা, ভারত, ইন্দোনেশিয়া, মালেশিয়াসহ বিশ্বের সকল দেশেই ডেঙ্গু হয়।কাজেই আতংকিত হওয়ার কিছুই নেই। ডেঙ্গু মোকাবেলোয় সব কিছুই নিয়ন্ত্রনে আছে।

তিনি আরো বলেন, হাসপাতালগুলো এখন রোগীতে ভরা আছে। আরো যদি রোগী হয়, হতেই পারেই- সেব্যবস্থাও নেওয়া হয়েছে। একটি স্বাস্থ্যব্যবস্থায় যতটুকু করা প্রয়োজনী সবটুকুই করা হয়েছে।

মানিকগঞ্জের জেলা প্রশাসক এস, এম ফেরদৌসের সভাপতিত্বে সচেতনতামূলক সভায় জেলা প্রশাসক এস এম ফেরদৌসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য মমতাজ বেগম, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট গোলাম মহীউদ্দীন, সহসভাপতি আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর আওয়ামীলের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদ আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামীলীগের সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ সহ জেলার সকল পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি ও নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

পিবিএ/মনিরুল ইসলাম মিহির/জেডআই

আরও পড়ুন...