ঈদে দেশে যাওয়া হলো না মালয়েশিয়া প্রবাসী বোরহানের

কায়সার হামিদ হান্নান ,পিবিএ, মালয়েশিয়া: ঈদ উপলক্ষে ছুটি পেয়ে সহকর্মীদের সাথে বেড়াতে গিয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বোরহান উদ্দিন (৩৫) নামে মালয়েশিয়া প্রবাসী এক বাংলাদেশী যুবকের। ঈদের পরদিন কর্ম ব্যস্ততার ফাঁকে বোরহান উদ্দিন দেশটির বিশ্ববিখ্যাত পর্যটন স্পট গেনতিং হাইল্যান্ডে গিয়েছিলেন বন্ধুদের সাথে বেড়াতে, সেখানে তার হার্ট এ্যাটাক হওয়ার পর স্থানীয় ক্লিনিকে ভর্তি করালে সেখান থেকে হসপিটাল কুয়ালালামপুরে রেফার করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় তার মৃত্যু হয়।

নিহত বোরহান উদ্দিন ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউড়া পৌরসভার দেবগ্রাম পূর্ব পাড়ার বাসিন্দা মোঃ ইবু মিয়ার ছেলে।

নিহত বুরহান উদ্দিন এর পারিবারিক সূত্রে জানা গেছে , বুরহান উদ্দিন দীর্ঘ ১৬ বছর যাবত মালয়েশিয়া প্রবাসী, সে চায়নিজ মালিকের অধীনে ষ্টেশনারী দোকানে কাজ করতো, গত ২ বছর আগে তিনি বিয়ে করেছিলেন। তার ৫ মাস বয়সী এক ছেলে শিশু সন্তান রয়েছে, কিছুদিনের মধ্যে ছুটিতে এসে ছেলের মুখ দেখার কথা ছিল তার।

বোরহানের মালিক জানান তার বৈধ ভিসা থাকায় সে ইন্সুইরেন্স এর মাধ্যমে ক্ষতিপূরণ পাবে এবং খুব শীগ্রই তার লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

পিবিএ/কেএইচএইচ/জেডআই

আরও পড়ুন...