পিবিএ,ঢামেক: আসন্ন ঈদ উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের জন্য উন্নত খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সার্বক্ষণিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য চিকিৎসক-নার্স, স্টাফদের পর্যাপ্ত পরিমাণ উপস্থিতি, অন কল ও ডক্টরস্ টিম গঠন করে রাখা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ,কে,এম নাসির উদ্দিন পিবিএকে জানান, ঈদের সময় হাসপাতলে প্রায় ৩৫শ রোগী ভর্তি থাকবে। এই বিপুল পরিমাণ ভর্তি রোগী ও জরুরী চিকিৎসা নিতে আসা কোনো রোগীর চিকিৎসা সেবায় কোন ধরণের ঘাটতি হবে না। ঈদের দিন ভর্তিকৃত সাড়ে তিন হাজার রোগীর জন্য বিশেষ ও উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়েছে।
এই খাবার তালিকায় সকালের নাস্তায় সাধারণ দিনের দেওয়া কলা, ডিম, বিস্কেটের সাথে সেমাই যুক্ত হবে। এরপর দুপুরে পোলাও, মুরগীর রোস্ট, মুরগীর রেজালা, ফল (আপেল) দেয়া হবে। রাত্রেও এই উন্নতমানের খাবারের সাথে দুধ দেওয়া হবে।
ঈদ উপলক্ষে হাসপাতালের বহির্বিভাগ ৩দিন বন্ধ থাকলেও জরুরি বিভাগ সার্বক্ষণিক খোলা থাকবে। জরুরী বিভাগের সকল ধরণের চিকিৎসা সরঞ্জাম সচল রাখা হবে। রেডিওলজি বিভাগ, প্যাথলজি, ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার, ৬টি ইমার্জেন্সি অপারেশন থিয়েটার, শিশু, গাইনি, মেডিসিন সহ সব বিভাগ চালু থাকবে। তবে রুটিন অস্ত্রোপচারগুলো ঈদের সময় বন্ধ থাকবে।
পরিচালক আরো জানান, ঈদের জন্য অনেক রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছে। এছাড়াও ঈদের মধ্যে ৩৩-৩৫ শ রোগী ভর্তি থাকবে। প্রতিটি রোগীর সাথে ২-৩ জন করে স্বজন থাকে। রাজধানী সহ আশপাশে অনাকাঙ্ক্ষিত বড় কোনো দুর্ঘটনা ঘটলে তাদের জন্য দ্রুত চিকিৎসা সেবা দিতে বিভাগীয় প্রধান সহ ১৫ সদস্যের চিকিৎসক টিম গঠন করা হয়েছে।
হাসপাতালের জরুরী অবস্থার জন্য অন কল চিকিৎসক ও নার্স গ্রুপও রাখা হয়েছে। যেকোনো প্রয়োজনে কল দেওয়া মাত্র তারা হাসপাতালে ছুটে আসবেন। সকল চিকিৎসক-নার্স, স্টাফ সহ কর্মকর্তা কর্মচারীদেরকে নির্দেশনা দেওয়া রয়েছে যাতে হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা এবং ভর্তি রোগীর সেবায় কোন ঘাটতি না হয়।
পিবিএ/এইচএ/আরআই