পিবিএ,গুরুদাসপুর(নাটোর): নাটোরের গুরুদাসপুরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে হাইকোর্টের নিষিদ্ধ ৫২ টি পণ্য, বিভিন্ন শ্রেণীর দোকান গুলোতে ভেজাল পণ্য তৈরি এবং পোশাকের দোকানে অতিরিক্ত মুল্য নিচ্ছে কিনা ব্যবসায়ীরা, তার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করেছেন গুরুদাসপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান।
সোমবার (২৭মে) উপজেলার চাঁচকৈড় বাজারে অবস্থিত মধুমতি লাচ্ছা কারখানায় নোংড়া পানি দিয়ে লাচ্ছা তৈরির কারনে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে কারখানা মালিককে ৩০০০ হাজার টাকা জরিমানা করেন এবং পরবর্তীতে এরকম করলে জেল ও জরিমানা ডাবল হবে বলে তাকে হুশিয়ারী দেন।
পরে বাজারের মার্কেট গুলোতে কোন ব্যবসায়ী যেন দাম বেশি না নিতে পারে তার জন্য প্রতিটি দোকানে গিয়ে সতর্ক করেন তিনি এবং বাজারে নিষিধ্য ৫২ টি পণ্য কোন দোকানী বিক্রি করছে কিনা তা পরিদর্শন করেন ও সকল ব্যবসায়ীদের সতর্ক করেন।
পিবিএ/এনএইচএন/আরআই