ঈদ ব্যস্ততার মাঝে নতুন কিছু নিয়ে ভাবনা

পিবিএ ডেস্ক: টিভি নাটকের অভিনেত্রী আশনা হাবীব ভাবনা চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতেই বেশি আগ্রহী। আর এক্ষেত্রে সব সময়ই তাকে আপসহীন বলা যায়। কারণ চরিত্রকে যথাযথভাবে ফুটিয়ে তুলতে কোনো প্রতিবন্ধকতাই তার ক্ষেত্রে বাধার সৃষ্টি করতে পারে না।

সাম্প্রতিক সময়ে ১০৪ ডিগ্রি জ্বর নিয়েও একটি টেলিছবিতে অভিনয় করেছেন তিনি। অনিমেষ আইচের পরিচালনায় এটির নাম ‘ফেরা’। ভাবনার ভাষ্য, নির্মাতারা আমাকে চ্যালেঞ্জিং চরিত্রের জন্য নির্বাচন করেন। গতানুগতিক প্রেম-ভালোবাসার চেয়ে বৈচিত্র্যময় গল্পের নাটকে আমি বেশি অভিনয় করি। একজন নির্মাতা আমার ওপর যদি একটি চ্যালেঞ্জিং চরিত্রের জন্য আস্থা পান, সেখানে তার প্রত্যাশা পূরণ করা আমার দায়িত্ব বলে আমি মনে করি।

এই অভিনেত্রী এখন আসছে ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শুক্রবার তিনি অংশ নিয়েছেন আনসারুল হাসানের ছয় পর্বের ধারাবাহিক নাটক ‘চিড়িয়াখানা’তে। এছাড়া ঈদে তাকে আরও দেখা যাবে অনিমেষ আইচের ‘বিষ ফুল’ ও ‘ফেরা’, অনন্য ইমনের ‘আমি কবি’ ও শরিফুলের ‘প্রেমে বয়স মানে না’ শিরোনামের নাটক ও টেলিছবিগুলোতে।

ঈদের জন্য একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। নাজমুল হুদা শাপলার ‘টু মাচ’ শিরোনামের এই চলচ্চিত্রে ভাবনাকে দেখা যাবে একজন ডাক্তারের চরিত্রে।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...