পিবিএ,ঢাকা: পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়েছে। এর আগেই, ঢাকার অনেক স্থানে সকাল ৭টা থেকে ঈদ জামাত শুরু হয়। একই সময় ঝুম বৃষ্টি নামায় দুর্ভোগেপড়েছেন মুসল্লিরা।
যারা ছাতা নিয়ে বের হননি, হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েছেন তারা। অনেক মুসল্লিই ভিজে ভিজে মসজিদে আসছেন। শুধু ঢাকা নয়, দেশের দক্ষিণাঞ্চলেও বৃষ্টিপাত হচ্ছে। তবে, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে এখনো বৃষ্টি শুরু হয়নি।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ঈদের দিন সকাল থেকে ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির কারণে ঈদের দিন সারাদেশে তাপমাত্রা স্বস্তিদায়ক থাকবে।