তুহিন হোসেন,পাবনা: পাবনার ঈশ্বরদীতে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভি’র নবম বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বেলা ১১ টায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে বর্নাধ্য এ আয়োজনের ব্যবস্থা করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, ঈশ্বরদী পৌরসভার মেয়র মোঃ ইছাহক আলী মালিথা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী।
ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন, সাপ্তাহিক সমস্বরের সম্পাদক এম এ কাদের, দৈনিক উত্তর জনতার সম্পাদক শহিদুল ইসলাম ববি সরদার, দৈনিক উন্নয়নের কথার সম্পাদক আবুল হাসেম, সিনিয়র সাংবাদিক আলমাস আলী, সময়ের ইতিহাস পত্রিকার সম্পাদক শেখ মহসীন, জিটিভি’র ঈশ্বরদী প্রতিনিধি নাসিম আহমেদ, সংবাদ ভূমি’র সম্পাদক খালেদ মাহমুদ সুজন, কোলকাতা টিভির লালপুর প্রতিনিধি মো. জীবন হোসেন, মোহনা টিভির প্রতিনিধি হুজ্জাতুল্লা হিরা, সত্যের সকালের প্রতিনিধি উজ্জ্বল হোসেন প্রধান, এশিয়ান টিভির ক্যামেরাপার্সন ইমরান হোসেন সোহান, পিবিএ এর ফটো সাংবাদিক ও এক্সপ্রেস নিউজের প্রতিনিধি তুহিন হোসেন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস বলেন, দেশ ও জনগণের সেবায় এশিয়ান টিভি বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের পাশাপাশি বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার অব্যাহত রাখবেন। আমি এশিয়ান টিভির সফলতা কামনা করছি।
পিবিএ/জেডএইচ