ঈশ্বরদীতে কৃষি খামারের পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

PABNA PHOTO GUVA CUT-PB
দুর্বৃত্তদের কাটা পেয়ারা বাগান

পিবিএ,পাবনা: পাবনার ঈশ্বরদীতে একটি কৃষি খামারের ফলন্ত পেয়ারা গাছগুলো কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার দিবাগত রাতের আঁধারে যে কোন সময় দুর্বৃত্তরা এঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন বাগান মালিক আকরাম হোসেন।
ঈঈশ্বরদী পৌরসভার সাবেক কমিশনার ও কৃষি খামারের মালিক আকরাম হোসেন বলেন, সোমবার সন্ধ্যায় বাগান দেখেছি। সেদিন কোন গাছ কাটা দেখিনি। মঙ্গলবার বিকেলে পেয়ারা বাগানে গিয়ে দেখতে পাই- পেয়ারা ধরা অন্তত: ২০টা গাছের মাথা কেটে ফেলা। মঙ্গলবার রাতের আঁধারে কেউ এঘটনা ঘটিয়েছে বলে তিনি জানান।

কৃষক উন্নয়ন সোসাইটির সভাপতি ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক ছিদ্দিকুর রহমান কূল ময়েজ বলেন, কৃষকের গাছ কাটা আর সন্তানকে হত্যা করা সমান। একটি গাছ রোপন করে অনেক যত্নের পর গাছে ফল ধরে। গাছ কাটার কারণে কৃষক আকরাম হোসেন’র ক্ষতি হয়েছে। আমি পেয়ারা গাছ কর্তনকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল লতিফ বলেন, ফলন্ত পেয়ারা গাছ কাটার কারণে কৃষক আকরাম ক্ষতিগ্রস্থ হয়েছেন। কৃষকেরা তাদের রোপনকৃত গাছকে শিশুর মতো যত্ন করে থাকেন। গাছগুলো কাটায় শুধু আকরাম নয়, দেশেরও কিছু ফল নষ্ট হ’ল।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকতা বাহাউদ্দিন ফারুকী জানান, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

পিবিএ/আই/হক

 

আরও পড়ুন...