ঈশ্বরদীতে জোরপূর্বক জমি দখল, থানায় অভিযোগ

তুহিন হোসেন,পাবনা: পাবনার ঈশ্বরদীর মুলাডুলিতে এক ব্যক্তির বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মুলাডুলি ইউনিয়নের নিকড়হাটা গ্রামের রেলক্রসিং এলাকায়। ওই এলাকার মো. নইমুদ্দিন এর ছেলে মো. সিদ্দিক এর বিরুদ্ধে এ অভিযোগ করেন একই গ্রামের মৃত ইউনুছ আলী মোল্লার ছেলে মো. কমেদ মোল্লা।

জানা যায়, মো. সিদ্দিক ৫ কাঠা জমি ক্রয় করেন মো. কমেদ মোল্লার নিকট থেকে। কিন্তু ৫ কাঠা জমি ক্রয় করলেও জোড় পূর্বক ভোগদখল নিয়েছেন ৭ কাঠা জমি। এর আগে গ্রাম্য সালিশের মাধ্যমে জমির সীমানা নির্ধারণ করে দেওয়া হলেও মো. সিদ্দিক আওয়ামী প্রভাব খাঠিয়ে তার নিজ ক্রয়কৃত ৫ কাঠা জমির সাথে সাথে অতিরিক্ত ২ কাঠা জমিও দখলে নিয়েছে এবং দোকান ঘর নির্মাণ করেছে।

সম্প্রতি মো. সিদ্দিকের নেতৃত্বে ৫-৭ জনের একটি দল জমিতে গিয়ে জোড়পূর্বক ইটের প্রাচীর দিতে গেলে বাঁধা দেয় জমির মূল মালিক মো. কমেদ মোল্লা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও কথা কাটাটি হয় এবং উভয় পক্ষ আহত হোন।

জমির মূল মালিক কমেদ মোল্লা বলেন, নিকরহাটা মেীজায় আরএস খতিয়ান নং-৫০, দাগ নং-১৩০ এ আমার মোট জমি ৬২ শতাংশ। এর মধ্য হতে সর্বপ্রথম ৪ কাটা মো. কুদ্দুস এর কাছে বিক্রি করি । এরপর জমির পশ্চিম দিক থেকে উত্তর দক্ষিণ লম্বা ৬ কাঠা জমি কামাল মোল্লার কাছে বিক্রি করি। এই ছয় কাঠা বিক্রির পর মো. কুদ্দুস এর জমির দিক থেকে মো. সিদ্দিক এর কাছে ৫ কাঠা বিক্রি করি। এবং পরবর্তীতে আমার ভাতিজা সোহেল এর কাঠে ৫ শতাংশ বিক্রি করি। কিন্তু মো. সিদ্দিক জোড়পূর্বক ভাবে ২ কাঠা জমি দখলে নিয়ে দোকান নির্মাণ করেছে।

এ বিষয়ে অভিযুক্ত মো. সিদ্দিক বলেন, ক্রয়সূত্রে ওই জমির মালিক আমি। আমার জমি ৫ কাঠার একসুতও বেশি ব্যবহার করিনা। আমার জমিতে ঘর করা আছে। তবে ২ কাঠা জমি বেশি দখলের অভিযোগ সত্য নয়।

এ ঘটনায় ভুক্তভোগী মো. কমেদ মোল্লা জীবনের নিরাপত্তা চেয়ে জায়গা দখলমুক্ত করে দেওয়ার জন্য ঈশ্বরদী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে ঈশ্বরদী থানার এসআই সেলিম রেজা জানান, ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন...