মোঃ তুহিন হোসেন, পিবিএ, পাবনা : ঈশ্বরদী উপজেলার অনেক গ্রামে এখন দেখা মিলছে লিচু বাগানে ভরপুর মুকুল। দেখা যাচ্ছে গাছে গাছে ভরপুর মুকুলের দৃশ্য। এদিকে লিচুর মুকুল থেকে মধু সংগ্রহে এসব বাগানের মাঝে পোষা মৌমাছির শতশত বাক্স নিয়েহাজির হয়েছেন মৌয়ালরা
ওইসব বাক্স থেকে হাজার হাজার মৌমাছি উড়ে গিয়ে মধু সংগ্রহে জন্য ঘুরে বেড়াচ্ছে লিচুর এক মুকুল থেকে অন্য মুকুলে। আর এ মৌসুমে পেশাদার মৌয়ালদের মধু সংগ্রহে মহোৎসব চলছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, ঈশ্বরদী উপজেলার নওদাপাড়া, কোলেরকান্দি, মুন্নার মোড়, চাঁদালীমোড় ও চরমিরকামারী,ছলিমপুর গ্রামের বেশীরভাগ জমিতে লিচু বাগান করা হয়েছে। এসব বাগানে লিচুর মুকুল ফুটতে শুরু করেছে। আর ওইসব ফুলেরমধু আহরণে নেমেছেন পেশাদার মৌয়ালরা।মৌয়ালদের বাক্স থেকে দলে দলে উড়ে যাচ্ছে পোষা মৌমাছি। ঘুরে বেড়াচ্ছে এ ফুল থেকে ও ফুলে। আর সংগ্রহ করছে মধু মুখ ভর্তি মধু সংগ্রহ করে মৌমাছিরা ফিরে যাচ্ছে মৌয়ালদের বাক্সে রাখা মৌচাকে। এখানে মৌয়ালরা মধু সংগ্রহ করে আবারা ফিরে যাবে সরিষার জমিতে।
এভাবে দিনব্যাপী মৌমাছিরা যেমন মধু সংগ্রহ করে, আবার বিভিন্ন ফুলে ফুলে ঘুরে বেড়াতে গিয়ে পুরো জমির পরাগায়নেও সহায়তা করে।এমৌসুমে মৌয়ালরা পোষা মৌমাছি দিয়ে প্রচুর মধু আহরণে করে যেমন লাভবান হচ্ছেন ঠিক তেমনি মৌমাছির ব্যাপক পরাগায়নে লিচুর বাম্পার ফলন হওয়ার সম্ভাবনায় চাষীরাও বাড়তি আয়ের আশা করছেন।
পিবিএ/জেডআই