তুহিন হোসেন,পাবনা: বিশিষ্ট শিল্পপতি পাকশী রিসোর্টের প্রতিষ্ঠাতা ও ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি প্রয়াত আকরাম আলী খান সঞ্জুর তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে ।
মঙ্গলবার (২৪ শে সেপ্টেম্বর) নিজ এলাকা পাকশীতে আকরাম আলী খান সনজুর কবর জিয়ারত শেষে, পাকশী রিসোর্টে খতমে কোরআন, ও বিকালে দোয়া মাহিফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলের আয়োজন করেন প্রয়াত আকরাম আলী খান সনজুর সহধর্মিনী পাকশী রিসোর্ট এর কর্ণধার তানিয়া খানম।
এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ সাধারণ জনতা ও তার পরিবারের সদস্যরা। দোয়া ও তার বিদেহী আত্নার মাগফেরাত কামনার মধ্য দিয়ে দোয়ার অনুষ্ঠানটি শেষ হয় ।
উল্লেখ্য- ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর এই দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন প্রয়াত আকরাম আলী খান সঞ্জু।
তিনি বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে আস্থাশীল ছিলেন। মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। রাজনীতির পাশাপাশি সঞ্জু খান ক্রীড়ার পৃষ্ঠপোষকতা , সমাজসেবা ও সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন।