উত্তরখানে ১১ লিটার দেশীয় চোলাই মদসহ গ্রেফতার ৭

রাজধানীর উত্তরখান এলাকায় অভিযান পরিচালনা করে ১১ লিটার দেশীয় চোলাই মদসহ ৭ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরখান থানা পুলিশ।

গ্রেফতারকৃতদের নাম:- মো. আবুল হোসেন কাজল (৫০), মো. আফজাল হোসেন (৫০), মো. খোকন মিয়া (৩৫), মো. শিপন (৩৬), নাছির উদ্দিন (৫৫), মো. আরজু মিয়া (৫০) ও মো. মোসা মিয়া (২৫)।

গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় উত্তরখান থানার কাঁচকুড়া রাতুটি এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে উত্তরখান থানার একটি চৌকস দল।

শনিবার (১ ফেব্রুয়ারি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

উত্তরখান থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উত্তরখান থানার বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কাঁচকুড়া রাতুটি এলাকার মোশারফের বাড়ীর পূর্বপাশে কতিপয় মাদক কারবারি দেশীয় চোলাই মদ বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে উত্তরখান থানা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ১১ লিটার দেশীয় চোলাই মদসহ তাদেরকে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ১৬ হাজার পাঁচশত টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান হতে চোলাই মদ সংগ্রহ করে উত্তরাখান থানাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো। উদ্ধারকৃত চোলাই মদ বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশে তারা নিজ হেফাজতে রেখেছিলো বলে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন...