পিবিএ,ঢাকা: রাজধানীর উত্তরখান থানার ময়নারটেক এলাকার একটি বাড়ী থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মর্তা (ওসি) হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে পিবিএ’কে জানান, রবিবার রাত ১০টার দিকে ময়নারটেক এলাকার একটি বাড়ীর তিনতলার একটি ফ্ল্যাট থেকে মা, ছেলে ও মেয়ের অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়।
বাসাটি ভিতর থেকে আটকানো ছিল বলেও জানান তিনি।
হেলাল উদ্দিন বলেন, এখানে মা, মেয়ে ও ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। আমি এখনো স্পটে রয়েছি। তাদের নাম পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, তারা আত্মহত্যা করেছে।’
এর আগে প্রথম রমজানে তারা এই বাসাটি ভাড়া নেয়। ধারণা করা হচ্ছে পরের দিন এ ঘটনা তারা ঘটিয়েছে।
পিবিএ/এএইচ