পোশাক শ্রমিকদের বিক্ষোভ, উত্তরায় যানবাহন চলাচল বন্ধ

পিবিএ,ঢাকা: বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ সড়কের উত্তারায় রাস্তা অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ করলে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সকাল ৯টার দিকে আব্দুল্লাহপুর থেকে বিমান বন্দর গোল চত্বর পর্যন্ত আশপাশের বিভিন্ন গার্মেন্টের শত শত শ্রমিক রাস্তায় জড়ো থাকে। স্লোগান দিয়ে তারা বিক্ষোভ প্রর্দশন করতে থাকে। এসময় ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশ মুখ হওয়ায় ঢাকার বাহিরে বা ভেতরে কোন যানবাহন প্রবেশ করতে পারছে না।

বিক্ষোভের খবর পেয়ে ঢাকার উত্তর খান ও দক্ষিণখান এলাকা থেকেও শ্রমিকরা এসে সড়কে অবস্থান নিতে শুরু করেছে বলে উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন খান জানান। সহকারী কমিশনার মিজানুর রহমান বলেন, “আমরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি। কিন্তু রাস্তায় বিক্ষোভকারীদের সংখ্যা ক্রমশ বাড়ছে।”

সহকারী কমিশনার মিজানুর রহমান বলেন, “আমরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি। কিন্তু রাস্তায় বিক্ষোভকারীদের সংখ্যা ক্রমশ বাড়ছে।”

দুপুর দেড়টায় সর্বশেষ আপডেট পাওয়া পর্যন্ত গার্মেন্টের শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত ছিল।

পিবিএ/এফএস

আরও পড়ুন...