পিবিএ,ঢাকা: রাজধানী উত্তরার জমজম টাওয়ার সংলগ্ন কাঁচাবাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে উত্তরা ট্রাফিক জোন। মঙ্গলবার (২৮ মে) সকাল সাড়ে নয়টার সময় এই অভিযান চালানো হয়। এসময় ফুটপাত দখল করে বসা অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।
অভিযান শেষে উত্তরা ট্রাফিক জোনের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার জুলফিকার আলী উচ্ছেদকৃত দোকান মালিকদের উদ্দেশ্যে বলেন, আমি ইচ্ছে করলে আপনদের কে মোটা অংকে জরিমানা করতে পারতাম । কিন্তুু আমি তা করিনি । এই শহরটা আমাদের সকলের । সুতরাং পরিস্কার পরিচ্ছনাতা রাখা আমাদের সকলের কর্তব্য।
তিনি আরো বলেন, ইতিপূর্বে একাধিক বার এখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে । আগামিতে যদি আবারও ফুটপাত দখল করা হয়, তাহলে বিধিমোতকে ব্যবস্থা গ্রহন করা হবে ।
পিবিএ/হক