পিবিএ, ঢামেক : রাজধানীর উত্তরায় এসি’র কম্প্রেশার মেশিন বিস্ফোরণে সেচ্ছাসেবক লীগ নেতা আলমগীর হোসেনের পরে তার স্ত্রী মহিলা লীগ নেত্রী বিলকিস ফারজানাও মারা গেছে। বিমানবন্দর থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর ভুইয়া (৬২)। তার স্ত্রী বিলকিস ফারজানা উত্তরা পশ্চিম থানার মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক (৪৮)। আলমগীর কাস্টমস ক্লিয়ারেন্স এন্ড ফরোয়ার্ডিং (সিএনএফ) এর ফোর্স সেক্টেটারী হিসেবে চাকরী করতেন।
আজ সোমবার দুপুর পৌনে ১ টায় দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বিলকিসের মৃত্যু হয়। এরআগে গতকাল রবিবার দুপুর সোয়া ১ টায় মারা যান আলমগীর।
গত ১৮ মার্চ উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের ৪১ নম্বর বাসায় এয়ার কন্ডিনারের (এসি) কম্প্রেশার মেশিন বিস্ফোরণে দগ্ধ হয় স্বামী-স্ত্রী।
তাদের বাড়ি নারায়ণগঞ্জ আড়াই হাজার উপজেলার ছোট ফাউসা গ্রামে। মৃত একেএম নুরুল ইসলামের ছেলে আলমগীর। দুই সন্তানের জনক তিনি।
ঘটনার পরের দিন আলমগীরের ছোটভাই তানজিল শাহরিয়ার জানান, রাত ২ টায় পুরান ঢাকার একটি অনুষ্ঠান শেষে তার ভাই আলমগীর ও ভাবি বিলকিস বাসায় ফিরে রুমের ভিতর এসি চালু করে। এর কিছুক্ষণ পর তাদের রুমের পাশে এসি’র কম্প্রেশার মেশিন বিস্ফোরণ হয়। এতে জানলার গ্লাস ভেঙ্গে রুমের ভিতর আগুন ঢুকে পড়ে। তাৎক্ষণিক ভাবে তা পুরো রুমে ছড়িয়ে পড়ে। এতে তারা দুজন দগ্ধ হয়।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডাঃ পার্থ শংকর পাল জানান, তাদের ২জনেরই শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ২ জনেরই অবস্থা আশঙ্কাজনক ছিলো। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।
পিবিএ/ এইচএ/জেডআই