আউটডোর, ইনডোর ও জরুরি বিভাগ বন্ধ

উত্তরায় কুয়েত-বাংলাদেশ মেত্রী হাসপাতালে করোনাভাইরাস চিকিৎসা


পিবিএ, ঢাকা : কুয়েত-বাংলাদেশ মেত্রী সরকারী হাসপাতালে আজ থেকে আউটডোর, ইনডোর ও জরুরি বিভাগ বন্ধ করে দেয়া হয়েছে। এক নোটিশে বলা হয়েছে, এখন থেকে এই হাসপাতালে শুধুমাত্র করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দেয়া হবে। অতএব, সাধারণ রোগীদের সমস্ত চিকিৎসা সেবা প্রদান স্থগিত থাকবে।


প্রশ্ন উঠেছে, সম্পূর্ণ আবাসিক এলাকার এই হাসপাতালে প্রতিদিন হাজার হাজার মানুষের চিকিৎসা সেবা প্রদান থেকে বঞ্চিত করে করোনাভাইরাসের চিকিৎসা কেন্দ্র বানাননো হলো কেন? উত্তরা মডেল টাউনের ৬ নম্বর সেক্টরে এই হাসপাতাল অবস্থিত। আজ সকাল থেকে শতশত রোগী এই হাসপাতালে চিকিৎসা নিতে যেয়ে বিফল মনোরথ হয়ে ফিরে আসে।

পাশাপাশি এ প্রশ্নও ওঠে, একটা গোটা হাসপাতাল রোগীশূন্য করে ফেলার কারণ কি? কী এমন পরিস্থিতির উদ্ভব হলো? তাহলে, চীন থেকে ফিরে আসাদের মধ্যে কি এই রোগের হদিস মিলেছে ? একটি জনবহুল আবাসিক এলাকার ভিতরে অবস্থিত হাসপাতালকে কেন করোনাভাইরাসের মতো কঠিন রোগের চিকিৎসা কেন্দ্র করা হবে?

পিবিএ/জেডআই

আরও পড়ুন...