উত্তরায় ফুটওভার ব্রীজে উঠতে-নামতে বিপদ, তাৎক্ষণিক ব্যবস্থা নিলেন মেয়র

শতাব্দী আলম,পিবিএ: রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং ফুটওভার ব্রীজের পশ্চিম পাশে দূর্ঘটনার ঝুকি নিয়ে পথচারিদের উঠা-নামা করতে হচ্ছে। ফুটওভার ব্রীজের উঠা-নামার প্রান্ত মহাসড়কের মাঝে থাকায় এমন হয় । পশ্চিম দিকে মহাসড়কের সাবওয়ে দিয়ে সিটি বাস ও হাইওয়ে বাস চলাচলের কারনে দূর্ঘটনার ঝুকি বেড়েছে বহুগুন।

বার্তাসংস্থা পিবিএ’র তৎপরতায় তাৎক্ষণিক ব্যবস্থা নিলেন ঢাকা উত্তর সিটির মেয়র মোঃ আতিকুল ইসলাম। নর্থ টাওয়ারের সামনে সাব ওয়েতে সিটি বাস ও হাইওয়ে বাস চলাচল বন্ধ করেন। ওইসব বাস মূল মহাসড়ক দিয়ে চলবে।

সরেজমিনে দেখা যায়, উত্তরা হাউজ বিল্ডং ফুটওভার ব্রীজ দিয়ে পথচারীরা দূর্ঘটনার ঝুকি নয়ে উঠানামা করে। ব্রীজের দুই প্রান্তের শিড়ি মহাসড়কের মাঝে। যে কারনে বাধ্য হয়ে এমন ঝুকি থাকা সত্যেও পথচারিরা ফুটওভার ব্রীজ ব্যবহার করেন। প্রতিদিন হাজার হাজার পথচারি, স্কুল, কলেজ, বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থী এই ফুটওভার ব্রীজ ব্যবহার করে। পুলিশ ও ট্রাফিক স্বেচ্ছাসেবকদের সহযোগীতায় ফুটওভার ব্রীজের দুই প্রান্তে সারিবদ্ধভাবে পথচারি ও শিক্ষার্থী মহাসড়ক পারাপার হন।

পশ্চিম দিকে মহাসড়কের সাবওয়েতে সিটি বাস ও হাইওয়ে বাস চলাচলের কারনে পথচারিরা সমূহ দূর্ঘটনার ঝুকি নিয়ে পারাপার হয়। মাঝে মাঝে তুরাগ, অনাবিল, সালসাবিল বা রাইদা বাস গতির প্রতিযোগীতা করে। মূলত এসব পরিবহন মূল মহাসড়ক দিয়ে চলাচলের কথা।

এ ব্যপারে ঢাকা উত্তর সিটির মেয়র মোঃ আতিকুল ইসলাম পিবিএকে বলেন, দ্রুত সমস্যার সমাধান করা হবে।

 

মেয়রের দৃষ্টি আকর্ষনের আধা ঘন্টার মধ্যেই উত্তর সিটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম ফকিরের নেতৃত্বে সিটি কর্পোরেশনের প্রকৌশল শাখার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তাৎক্ষণিক নির্বাহী কর্মকতা ট্রাফিক বিভাগের কর্মকর্তার সাথে আলোচনার মাধ্যমে মার্কেটের সামনের সাবওয়ে সড়ক দিয়ে সিটি বাস ও হাইওয়ে বাস চলাচল বন্ধ করার ব্যবস্থা নেন।

আঞ্চলিক নির্বাহী প্রকৌশলী মোঃ সাইদুর রহমান পিবিএকে বলেন, মেয়র মহোদয়ের নির্দেশে ইতিমধ্যেই ফুটওভার ব্রীজ প্রশস্তকরন কার্যক্রম শুরু হয়েছে। মহাসড়কের দুইপাশের ফুটপাথ থেকে ফুট ওভার ব্রীজে উঠানামা করা যাবে।

পিবিএ/ শআ

আরও পড়ুন...