পিবিএ,ঢাকা: উত্তরায় বাসের ধাক্কায় তানভীর (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উত্তরার পশ্চিম থানাধীন ১০ নম্বর সেক্টরে এ দুর্ঘটনা ঘটে।
তানভীরের মামা সবুজ জানান, তিনি উত্তরা ১০ নম্বর সেক্টর ক্যানসার হাসপাতালের পাশে একটি বাসায় থাকেন। কিছুদিন আগে কুমিল্লার দাউদকান্দি থেকে তানভীর তার বাবা লাল মিয়ার সঙ্গে আমার বাসায় বেড়াতে আসে। শনিবার বিকেলে বাসার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ একটি বাস তানভীরকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তানভীর একটি মাদ্রাসায় লেখাপড়া করতো।
উত্তরা পশ্চিম থানার এসআই সাদেক পিবিএকে জানান, দু’টি যাত্রীবাহী বাস একটি অপরটিকে পাল্লা দিয়ে অতিক্রম করার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই কিশোরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সে।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়। ঘাতক বাস দু’টি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। খোঁজ নিয়ে এ ব্যাপারে আইগত ব্যবস্থা নেওয়া হবে।
পিবিএ/জেআই