ট্রাফিক আইন অমান্যে উত্তরায় বিভিন্ন যানবাহনকে জরিমানা

পিবিএ,ঢাকা: রাজধানীতে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে উত্তরার হাউজবিল্ডিং এলাকায় বিভিন্ন যানবাহনকে জরিমানা করে উত্তরা ট্রাফিক পুলিশ। ট্রাফিক আইন না মেনে চলা ও বৈধ কাগজপত্র না থাকায় এ জরিমানা করা হয়।

বৃহস্পিতবার( ২১ মার্চ) সকাল থেকে উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় দেখা যায়, ট্রাফিক আইন না মানার কারনে বিভিন্ন যানবাহনেক জরিমানা করছে পুলিশ। এছাড়া জনগনকে ট্রাফিক আইন মেনে ফুটত্তভার ব্রীজ ব্যবহার করতে পরামর্শ দেন তারা।

এক পথচারী পিবিএকে বলেন, যদি সব জায়গায় এমন ট্রাফিক আইন মেনে চলত তাহলে আমরা জ্যাম থেকে মুক্তি পেতাম ।

উত্তরা ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার জুলফিকার আলী পিবিএ’কে জানান, ট্রাফিক সপ্তাহ উপলক্ষে আমাদের এই আয়োজন । আমরা একটা গাড়ীকেও ছাড় দেব না । জনসাধারনকে ফুটত্তভার ব্রীজ ব্যবহার করতে বলেছি। কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সচেতনের জন্য আমাদের সাথে কাজ করছে। আমরা আশা করব, যে কারনে আমাদের এই আয়োজন তা সফল হবে । উল্লেখ্য, ১৭ থেকে ২৩ মার্চ ট্রাফিক সপ্তাহ ঘোষনা করা হয়। তারই ধারাবাহিকতায় এ কর্মসূচি পালন করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ।

পিবিএ/এফএস

আরও পড়ুন...