আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানীর উত্তরায় পালিত হলো পাঠকপ্রিয় দৈনিক যায়যায়দিন এর ১৭বর্ষ পদার্পন অনুষ্ঠান। আজ (শনিবার) সকালে উত্তরার একটি রেস্টুরেন্টে যায়যায়দিন তুরাগ (উত্তরা) প্রতিনিধি জয়নব পারভীনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হন বৃহত্তর উত্তরায় কর্মরত একঝাঁক গণমাধ্যমকর্মী।
এসময় কেক কেটে যায়যায়দিনের বর্ষপূর্তি উদযাপন করেন উপস্থিত সাংবাদিকরা। আয়োজনটিতে উপস্থিত ছিলেন উত্তরা প্রেসক্লাবের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক কাজী রফিক, প্রতিষ্ঠাতা সভাপতি রাসেল খান, মহিলা সম্পাদিকা মাহমুদা আক্তার পুষন, মাসুদ পারভেজ, বাংলা টিভির স্টাফ রিপোর্টার রুমন মোস্তাফিজ, স্বপন রানা, ইদ্রিস আলী, যুগান্তর তুরাগ প্রতিনিধি মো. আবু বক্কর সিদ্দিক সুমন, আশরাফ ঢালী, মাহতাব ফারাহী, শাহীনুর রহমান, জুয়েল রানা, মিরাজ শিকদার, জালালউদ্দীন, হৃদয় খান, আলী হোসেন, তানিম হোসাইন, রাজীব প্রমুখ সংবাদকর্মী উপস্থিত ছিলেন। এসময় উপস্থিতজনরা দৈনিক যায়যায়দিনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।