পিবিএ, ঢাকা : রাজধানীর উত্তরায় ১২ বছর বয়সী বৈশাখী নামে এক শিশু গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাড়ি ভাংচুর অগ্নি সংযোগ করে উত্তেজিত এলাকাবাসী।
মঙ্গবার (২৬ মার্চ) বিকেলের উত্তরা-১৮ নম্বর সেক্টরের ৫ নম্বর বাড়ির ৭ তলা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশের আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উত্তেজিত জনতার অভিযোগ, বৈশাখী (১২) নামে একটি কাজের মেয়েকে হত্যা করা হয়েছে।মেয়ের মা দাবী করছে, তার মেয়েকে মারধর করে হত্যা করা হয়েছে। তার আহাজারিতে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় এবং তারা মেয়েটি যে বাড়ীতে কাজ করতো সেই বাড়িতে ব্যাপক ইটপাটকেল সহ হামলা চালায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার এস আই দেলোয়ার হোসেন জানান, গৃহকর্তার নাম রিফাত ফেরদৌস। তার বাসায় গত একমাস ধরে গৃহকর্মীর কাজ করতো শিশু বৈশাখী। মঙ্গলবার বিকেলে বাসার একটি কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।
তিনি বলেন, আমরা ঘটনাস্থল থেকে মরদেহের সুরতাহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছি। তবে লাশের শরীরে আমরা কোনো আঘাতের চিহ্ন পাইনি।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে উল্লেখ করে এস আই দেলোয়ার বলেন, নিহত শিশুর বাড়ি নওগাঁয়। তার বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
বাড়ীওয়ালার একজন প্রতিবেশী জানান, মেয়েটি আত্মহত্যা করেছে। এক মাস আগেই মেয়েটি অভিযুক্ত বাড়ীওয়ালার বাড়ীর কাজ ছেড়ে চলে যায়, কিন্তু তার মা জোর করে তাকে আবার ঐ বাড়ীতে দিয়ে গেলে অভিমান করে সে আত্মহত্যা করে।
মঙ্গলবার দুপুরে উত্তরা ৩ সেক্টরের ১৮ রাস্তার ৫ নম্বর বাড়িতে ঘটনাটি ঘটে। এই রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা) এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
বিক্ষুব্ধ জনতার ইটপাটকেল নিক্ষেপে ছয়তলা বাড়ীর প্রতিটি ফ্ল্যাটের জানালার গ্লাস ভাঙচুর করে। তারা বাড়ীর গেট ভেঙ্গে রাস্তায় ফেলে দেয় এবং একটি মোটর সাইকেল সহ কয়েকটি সাইকেল ও টায়ারে অগ্নিসংযোগ করে।
তবে উত্তরা পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ।
জনতার তাণ্ডবে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পিবিএ/জেডআই