উত্তরায় সংঘর্ষের পর মহাসড়ক দখলে নিল আন্দোলনকারীরা

রাজধানী উত্তরায় রোববার (৪ আগস্ট) বেলা একটার দিকে হাউস বিল্ডিং থেকে জসীমউদ্দিন পর্যন্ত ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক দখলে নিয়েছেন আন্দোলনকারীরা। সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ চলছে।

দুপুর ১২টার দিকে আজমপুরে আন্দোলনকারী, পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলে। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিব হাসান আজমপুরের একটি ক্যাম্পে বক্তব্য দিচ্ছিলেন। আন্দোলনকারীরা ছিলেন সড়কে।

পরে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে আওয়ামী লীগ নেতা কর্মী, পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আওয়ামী লীগের ক্যাম্পে ভাঙচুর চালানো হয়। একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।

আজ রোববার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলছে। সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আরও পড়ুন...