উত্তরায় সাংবাদিক-মিডিয়া কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা

পিবিএ,উত্তরা(ঢাকা): রাজধানীর উত্তরায় বিজিএমই এর সাবেক সভাপতি, এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট সমাজসেবক ও স্ট্যালিন ও লায়লা গ্রুপের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান এর পক্ষে সাংবাদিক-মিডিয়া কর্মীদের সাথে এক মতবিনিময় সভা ও ঈদ উপহার প্রদান করা হয়। উত্তরা মিডিয়া ক্লাবের উদ্যোগে ও উত্তরা প্রেস ক্লাবের সমন্বিত ব্যবস্থাপনায় ছিল এই আয়োজন।
রাজধানী উত্তরার আজমপুর,শাহজালাল এভিনিউতে গতকাল সন্ধ্যা ৭.৩০ টায় উত্তরা প্রেসক্লাবে প্রাংগণে উত্তরার সাংবাদিক-মিডিয়া কর্মীদের সাথে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমই) সাবেক সভাপতি, এফবিসিসিআইয়ের বর্তমান ভাইস প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান এর পক্ষে এক মতবিনিময় সভা ও ঈদ উপহার প্রদান করা হয়।

উত্তরা মিডিয়া ক্লাবের উদ্যোগে ও উত্তরা প্রেস ক্লাবের সমন্বিত ব্যবস্থাপনায় ছিল এই আয়োজন। উক্ত মতবিনিময় সভায় উত্তরা প্রেসক্লাবের সভাপতি জনাব সেলিম কবির এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উত্তরা মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম খান তিনি বলেন, এমন মহত্ত্ব সবায় দেখাতে পারে না। যা সিদ্দিক সাহেব দেখিয়েছেন। তিনি মিডিয়া কর্মীদের জন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। তার কারণে আমরা একত্রিত হয়েছি। জনাব মোঃ সিদ্দিকুর রহমান এর পক্ষ থেকে সাংবাদিক-মিডিয়া কর্মীদের সাথে মতবিনিময় করেন জনাব গোলাম মাকসুদ ও শ্রী মন্টু সাহা।

সাংবাদিক এইচ আর হাবিব এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় বক্তব্য বক্তব্য রাখেন, উত্তরা মিডিয়া ক্লাবের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের নির্বাহী সভাপতি সাংবাদিক সৌমিত্র দেব।
জনাব গোলাম মাকসুদ বলেন, জনাব সিদ্দিকুর রহমানের সমাজ সেবার নানান দৃষ্টান্ত তুলে ধরেন। একেবারেই প্রচার বিমূখ মানুষ জনাব সিদ্দিকুর রহমান। তিনি আপনাদের কলমের সাথে পরিচিত হ’তে চান। তিনি মনে করেন, মানুষ মানুষের কল্যাণে না এলে হয় কি করে। আমাদের প্রত্যাকটি মানুষের একটি দায় আছে অন্যের প্রতি দ্বায়িত্ব পালনে। সেই কাজটি করে যেতে চান তিনি। এবং ইতিমধ্যে তা করেও যাচ্ছেন। শ্রী মন্টু সাহা বলেন,” আমাদের এই মত বিনিময়ের কোন উদ্দেশ্য নেই, শুধু সিদ্দিকুর রহমান সাহেবের পক্ষে শুভেচ্ছা বিনিময় ছাড়া অন্য কিছু নয় “।

সংবাদ কর্মীদের মধ্যে একটু গুঞ্জন শুরু হয়, সিদ্দিক সাহেব ঢাকা ১৮ আসনে সংসদ নির্বাচন করবেন কি না। তার প্রতিনিধিরা তা ভবিষ্যতের উপর ছেড়ে দেন। তারা বলেন আজ আমরা এসেছি শুভেচ্ছে বিনিময়ের জন্য। এখানে প্রচার প্রচারণা কোন উদ্দেশ্য নয়। উল্লেখ্য যে, আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হয়েছে ঢাকা-১৮ আসন। নির্বাচনের দিন-তারিখ নির্ধারণ না হলেও থেমে নেই নির্বাচনী প্রচার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইতোমধ্যে মনোনয়নপ্রত্যাশীদের অনুসারীরা নানাভাবে প্রচার চালাচ্ছেন। কেউ কেউ প্রার্থিতা জানান দিতে নানা ইস্যুতে পোস্টার প্রদর্শন করে যাচ্ছেন নির্বাচনী এলাকায়।

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমই) সাবেক সভাপতি, এফবিসিসিআইয়ের বর্তমান ভাইস প্রেসিডেন্ট জনাব সিদ্দিকুর রহমান। খোঁজ নিয়ে জানা গেছে, কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ এবং ব্যবসায়ী নেতারা রয়েছেন মনোনয়নপ্রত্যাশীদের তালিকায়। নিজেদের অবস্থান তুলে ধরে তারা বক্তব্য দিচ্ছেন বিভিন্ন গণমাধ্যমেও। দিন যতই যাচ্ছে এ আলোচনা আরও বাড়ছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ভাষ্য, সাহারা খাতুন একজন সৎ ব্যক্তি ছিলেন। ফলে তার মতো একজন দক্ষ, সৎ ও ত্যাগী ব্যক্তিকে মনোনয়ন দিলে এ আসনের মানুষ উপকৃত হবে।

তবে এই মুহূর্তে আলোচনার দৌড়ে একধাপ এগিয়ে রয়েছেন এক শীর্ষ ব্যবসায়ী নেতা, বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমই) সাবেক সভাপতি, এফবিসিসিআইয়ের বর্তমান ভাইস প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান। তিনি নিজে দীর্ঘদিন ধরে উত্তরায় বসবাস করেন এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনে নিয়মিত সহযোগিতা পৃষ্ঠপোষকতা করে চলেছেন। এই করোনার দুর্যোগেও তিনি ঢাকা ১৮ আসনের জনসাধারণের মাঝে ব্যাপকভাবে উপহার সামগ্রী বিতরন করেছেন।

সাংবাদিক এইচ আর হাবিব এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, উত্তরা মিডিয়া ক্লাবের সিনিয়র সহসভাপতি রাশেদুল ইসলাম বুলবুল, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি জনাব হায়দার সরকার, হুমায়ুন কবির, জনাব শাওন খান, টঙ্গী প্রেসক্লাবের সাবেক আহবায়ক জনাব নাসিরুদ্দিন বুলবুল, উত্তরা মিডিয়া ক্লাবের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মিলন, এম এ হালিম,জনাব ওয়াজুদ্দিন, জনাব মাহবুব চৌধুরী, জনাব শাহজাহান শোভন, মুহাম্মদ ওবায়দুল্লাহ, জনাব হায়দার কবীর মিথুন,জনাব আজাহারুল ইসলাম মোল্লা, নুরুন নাহার, সহ সাধারন সম্পাদক নাফিজ মাহবুব, আব্দুস সামাদ সোহাগ, আলম মজুমদার,হাসান ইমতিয়াজ সুজন, নিলয় খান, কামাল হোসেন,আনুশা আনু, মাহফুজা লিজা, নাদিরা দিলরুব,মমতাজ পারভিন প্রমুখ।

পিবিএ/এসডি

আরও পড়ুন...