পিবিএ,ঢাকা: রাজধানীর উত্তরার জসিমউদ্দিন রোডের একটি বাসার ছাদ থেকে ২ কিশোরী গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন গৃহকর্মী হালিমা (১৪) ও রুবি (১৭)।
বুধবার (১ মে) ভোরে লাশ দুটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য সকাল ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। তাদের ২ জনের শরীরেই গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা পিবিএ’কে জানান, উত্তরা পশ্চিম থানার জসিম উদ্দিন রোডের ৪০ নম্বর বাসার ৬ষ্ঠ তলায় গার্মেন্টস ব্যবসায়ী মাজেদ মিয়ার বাসায় গৃহকর্মীর কাজ করতো নিহত ২ কিশোরী।
বুধবার ভোরের দিকে বাসার সিকিউরিটি গার্ডরা ওই বাসার পাশের একটি ১ তলা বাসার ছাদে ওই দুই গৃহকর্মীকে অচেতন অবস্হায় পড়ে থাকতে দেখে। সেখান থেকে তাদেরকে উদ্ধার করে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি পিবিএ’কে আরো জানান, ওই বাসার সিসিটিভি ক্যামেরায় দেখা যায় বুধবার রাত সাড়ে ৩ টার দিকে ওই ২ কিশোরী ব্যাগ সহ বাসা থেকে বের হয়ে ছাদের দিকে যাচ্ছে। তাদের শরীরে কয়েক জায়গায় থেতলে যাওয়ার চিহ্ন রয়েছ। তারা ছাদ থেকে লাফিয়ে পড়েছিলো নাকি অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে তা বিস্তারিত জানার চেষ্টা চলছে।
পিবিএ/এফএস