পিবিএ,ঢাকা: আনুষ্ঠানিকভাবে যাত্র শুরু করলো উত্তরা আঞ্চলিক পুলিশ লাইন্সের। বুধবার ( ২৪ জুলাই) সকাল ১১ টায় উত্তরা আঞ্চলিক পুলিশ লাইন্সের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া। ঢাকা মহনগরের আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনা স্থলে যাওয়ার জন্য ঢাকা শহরের চারপাশে চারটি আঞ্চলিক পুলিশ লাইন্স গঠেণের সিদ্বান্ত নেয় সরকার। সেই সিদ্বান্তের অংশ হিসেবে যাত্র শুরু করলো নবনির্মিত উত্তরা আঞ্চলিক পুলিশ লাইন্স। সে সময় পুলিশ লাইন্স এর পাশাপাশি উত্তরা আঞ্চলিক পুলিশ লাইন্সে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন ডিএমপি কমিশনার।
রাজধানীর তুরাগ থানাধীন সুন্দর ও মনোরম পরিবেশে ১০ একর জায়গার উপর উত্তরা আঞ্চলিক পুলিশ লাইন্স স্থাপন করা হয়েছে। ডিএমপি’র এস্টেট এন্ড ডেভেলপমেন্ট বিভাগের সার্বিক তত্ত্ববধায়নে নির্মাণ করা হয়েছে পুলিশ লাইন্সটি।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন- শব্দ দূষন ছাড়া খোলা জায়গায় এমন একটি পুলিশ লাইন্সের উদ্বোধন করতে পেরেছি বলে প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি। সরকারের পক্ষ থেকে ঢাকা শহরের চারপাশে ৪টি পুলিশ লাইন্স করার উদ্যোগ নেয়া হয়েছিল। সেগুলো হলো তুরাগ, বসিলা, ডেমরা ও পূর্বাচল। ডেমরা পুলিশ লাইন্স ইতিমধ্যে চালু করেছি।
এবার যাত্রা শুরু হলো উত্তরা আঞ্চলিক পুলিশ লাইন্সের। ডেমরা পুলিশ লাইন্সে থাকবে পিওএম পূর্ব বিভাগ ও উত্তরা আঞ্চলিক পুলিশ লাইন্সে থাকবে পিওএম পশ্চিম বিভাগ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মীর রেজাউল আলম বিপিএম(বার) ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম সহ ডিএমপি’র বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পিবিএ/বাখ