‘হাংরি ডাক’কে দুই লাখ টাকা জরিমানা: আটক ২

উত্তরা থেকে ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু

পিবিএ,ঢাকা: পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় অবৈধ স্থাপনার দখল হতে সড়ক ও ফুটপাত মুক্ত করতে আজ থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। আজ রবিবার দুপুর ১২টার দিকে রাজধানীর উত্তরা এলাকার সোনারগাঁও জনপথ থেকে এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। উচ্ছেদ অভিযান পরিচালনার সময় ব্যবসায়ি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। সে সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উদ্বোধনের আগেই সকাল ১০টায় ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদ আনোয়ারের নেতৃত্বে উত্তরার সোনারগাঁও এভিনিউতে অভিযান শুরু হয়। অভিযানের প্রথম দিনে ফুটপাতে গড়ে তোলা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়সহ বেশকিছু স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। বেলা একটার দিকে তিন নম্বর সেক্টরের দুই নম্বর সড়কে ‘হাংরি ডাক’ নামে একটি রেস্তোরাঁর ফটক, সামনের অংশ এবং দোতলায় ওঠার সিঁড়ি ভেঙে দেওয়া হয়। উচ্ছেদ কাজে বাঁধা এবং দিলে ‘হাংরি ডাক’কে ২ লাখ টাকা জরিমান এবং এর ম্যানেজারকে আটক করে এবং বিজিবি মার্কেটে উচ্ছেদ কাজে বাঁধা দিলে সাঈদ নামে এক ব্যবসায়িকে আটক করে।

একই সময়ে এক নম্বর ওয়ার্ড যুবলীগের একটি অস্থায়ী কার্যালয় গুঁড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। একই সড়কে থাকা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের একটি অস্থায়ী কার্যালয়‌ও ভাঙা হয়েছে। বেশ কয়েকদিন ধরেই এ উচ্ছেদ অভিযানের প্রস্তুতির কথা জানিয়েছেন মেয়রসহ ডিএনসিসির কর্মকর্তারা। এতে আগেভাগেই উত্তরের বিভিন্ন ফুটপাথ ও সড়কের দখলদাররা রাস্তা থেকে সরে গেছে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...