উত্তরা পশ্চিম থানা বিএনপির সভাপতিকে বহিষ্কার করে আহ্বায়ক কমিটি গঠন

BNP

পিবিএ,ঢাকা: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উত্তরা পশ্চিম থানা বিএনপির সভাপতি হাজি দুলালকে দল থেকে বহিষ্কার ও থানা কমিটি বাতিল করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি ঢাকা মহানগর উত্তর বিএনপির এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম এ রাজ্জাকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়,মোঃ আফাজ উদ্দিন কে উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট্য কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপি সভাপতি এম এ কাইয়ুম ও সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান আহ্বায়ক কমিটির অনুমোদন করেছেন।

পিবিএ/হক

আরও পড়ুন...