পিবিএ, ঢাকা: উত্তরা ১১ নং সেক্টরের ৪ নং রোডের মাঝামাঝি স্থানে ৩০ নং প্লটের উপর ‘ইম্পোরিয়াল প্লাসিড’ নামের একটি ভবন নির্মাণের কাজ চলছে। ৬ষ্ঠ তলা ভবনটির একেবারে উপরে কাঠ ও বাঁশ দিয়ে নির্মাণ কাজ চললেও ভবনের চারপাশ জুড়ে নেই কোন নিরাপত্তার ‘ঘেরাও’ ব্যবস্থা। ফলে ভবনটির সামনে ও দক্ষিণ পার্শ্বের সড়কটি ধরে দৈনন্দিন চলাচলকারী স্থানীয় সেক্টরবাসীরা দূর্ঘটনা ঝুঁকিতে রয়েছে।
জোরে বাতাস কিংবা কাজ চলার সময় অনাকাঙ্খিতভাবে কাঠ-বাঁশে ইট পড়ে যেকোন সময় কেড়ে নিতে পারে পথচারীদের জীবন। ঘটতে পারে মারাত্মক হতাহতের ঘটনা।
বিষয়টি নিয়ে কথা হয় উক্ত ভবনের ইঞ্জিনিয়ার পরিচয়দানকারী একজনের সাথে। যেহেতু একটি ডেভেলপারস কোম্পানীর দ্বারা সাইটের নির্মাণ কাজ চলছে, সে হিসেবে কর্তৃপক্ষের বিভিন্ন বিষয়ে সীমাবদ্ধতার কথা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রকৌশলী।
তবে নির্মাণ কাজে নিয়োজিত ইম্পোরিয়াল কনসালট্যান্টস এন্ড ডেভেলপমেন্টস লিঃ এর কর্তৃপক্ষকে মুঠোফোনে বিষয়টি অবহিত করা হলে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার কথা জানান। উত্তরা ১১ নং সেক্টরের ওই রোডটিতেই ১৮ নং প্লটের উপর এশিউর ডেভেলপমেন্ট এন্ড ডিজাইন লিঃ একইভাবে চলছে ভবন নির্মাণের কাজ।
ভবনটির পূর্বপাশে সুরক্ষা বেরি তৈরি করা হলেও জনসাধারণের চলাচলে রাস্তার অংশে দূর্ঘটনারোধে কোনরূপ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে রাস্তাটি ধরে চলাচল করা সেক্টরবাসীগণ যেকোন সময় দূর্ঘটনা পতিত হতে পারে।
জনসাধারণকে ঝুঁকিতে রেখে এরকম নির্মাণ কাজ কতটুকু যুক্তিযুক্ত কিংবা অসঙ্গতির শামিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আলমগীর নামের এক নিরাপত্তা প্রহরীকে ছাড়া আরও কাউকেই সেখানে পাওয়া যায়নি। বিষয়টি উত্তরা ১১ নং সেক্টর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও ডিএনসিসি ৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শরীফুর রহমানকে অবহিত করা হলে তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা জানান।
পিবিএ/জেডআই