উত্তরের জনপদ গাইবান্ধাকে চিনেন মূলত বন্যার সময় এলেই, কারণ বন্যার সময় জেলার কয়েকটি উপজেলায় পানিতে হাবু-ডুবু খায়। আর বন্যার পানি নেমে গেলে চরের বুকে নানা রকম ফসল ফলান বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা। তাই এবছর বন্যার পানি নেমে যাওয়ার পরেই চাষ করেছেন ভুট্টাসহ নানা রকমের সবজি। ভুট্টা ক্ষেতে কিটনাশক দিয়ে স্প্রে করছেন এক চাষী। ছবিটি এরেন্ডাবাড়ি ইউনিয়নের সন্ন্যাসির-চর থেকে তোলা। বৃহস্পতিবার, ১৭ নভেম্বর। ছবি : পিবিএ/রিফাতুন্নবী রিফাত

আরও পড়ুন...