উত্তর কোরিয়া আবারও দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে

পিবিএ ডেস্ক: উত্তর কোরিয়া আবারও দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার উত্তর কোরিয়ায় দক্ষিণাঞ্চলীয় পিয়নগান প্রদেশ থেকে এ পরীক্ষা চালানো হয়।


ক্ষেপণাস্ত্র দুটি জাপান সাগরে পতিত হয়েছে উল্লেখ করা হলেও এর ধরণ সম্পর্কে জানানো হয়নি।

এদিকে, জাপানের কোস্ট গার্ড থেকেও এটা নিশ্চিত করা হয়েছে। তারা জানায়, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র দুটি তাদের অর্থনৈতিক অঞ্চলের বাহিরে পতিত হয়েছে। এ নিয়ে চলতি বছর ১২টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া।

পিবিএ/ইকে

আরও পড়ুন...