পিবিএ ডেস্ক:পুরো নিউজিল্যান্ড স্তব্ধ। কোন কিছুর হিসাব তারা মেলাতে পারছেন না কেও।পুরো দুনিয়ায় একটার পর একটা প্রশ্ন হচ্ছে। কেন এমন শান্তির নগরীতে লাশের মিছিল?
মুসলিম ইমিগ্রেশনের জন্য অন্যতম সেরা দেশ নিউজিল্যান্ড। বড় ধরণের কোন হত্যাকান্ডের মুখোমুখি সম্মুখীন হয়নি এই দেশ। এখনো তারা ভেবে পান না কেন এমন হচ্ছে এই জনপদের। শুক্রবারের হত্যাকান্ডে ৪৯ টি লাশ গুনতে হয়েছে নিউজিল্যান্ডকে। অল্পের জন্য বেঁচে ফিরেছে বাংলাদেশ ক্রিকেটাররা। ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছে তাদের।এর মধ্যে তাদের অস্ত্র আইনের পরিবর্তন আনছে তারা। এভাবে এত লাশ তারা আগে কখনো দেখেনি। মুসলিম বিশ্বে ব্যপক ক্ষোভ আর ঘৃনা প্রকাশ করছেন হামলাকারীদের বিরুদ্ধে। মুসলিম বিশ্বে সবাইকে স্তম্ভিত করে তুলেছে। মুসলিম বিশ্বের নেতারা শোককে শক্তিতে পরিণত করার আহবান জানাচ্ছেন। মুসলিম উম্মাকে এক হবার পরামর্শ দিচ্ছেন। রোহিঙ্গা , প্যালেস্টাইন সহ নানান যায়গায় মুসলিম জাতী নির্যাতিত হচ্ছে।
জঙ্গীবাদের ধোঁয়া তুলে মুসলমানদের বরাবর ই অপারাধী বানানো প্রয়াস চালিয়ে বিশ্ব গণমাধ্যম। এক মুখি এই অপরাধের কাঠগড়া থেকে মুসলিম জাতী মুক্তি পাবে কি? নিউজিল্যাল্ড সরকার জানিয়েছেন যারা নিহত
হয়েছে তারা অন্য দেশ থেকে আসলেও তারা নিউজিল্যান্ডের কিন্তু যা সন্ত্রাসী তারা এদেশের হতে পারে না। নিরাপত্তা ব্যবস্থা তারা আরো জোরদার করার চেষ্টা করছেন। তবুও একটি প্রশ্ন সবার মুখে মুখে ফিরছে।
শান্তির দেশের কেন এমন বর্বর হামলা হলো? প্রশ্ন আছে সবার কাছে কিন্তু উত্তর কারো কাছে নেই।
পিবিএ/আইএইচ