উত্তর প্রদেশে দলিতদের ভোটদানে বাধা দেয়ার অভিযোগ

ভোট উৎসবে অংশগ্রহণ করতে না পেরে কাঁদতে কাঁদতে বাড়ী যাচ্ছেন দলিত দম্পতি

পিবিএ ডেস্ক: বৃহস্পতিবার ছিল লোকসভার প্রথম দফার ভোটগ্রহণ। কিন্তু উত্তরপ্রদেশের কাইরানায় কিছু দলিত ভোটাররা অভিযোগ করেছেন যে তাদের ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। নির্বাচনী কর্মকর্তারা তাদেরকে ভোট প্রদান করতে দেননি।

স্থানীয় একটি সংবাদ মাধ্যম ফার্স্টপোস্টের মতে, শামলি নিউ মার্কেটে বসবাসরত এক ভোটদাতা ভোট দিতে বুথ নম্বর ৪৬এ পৌঁছলে তাকে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয়নি।কাঁদতে কাঁদতে অভিযোগ করলেন সেই ভোটদাতা।

ফার্স্টপোস্টের প্রতিবেদককে ভোটদাতা জানান, ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও তিনি দলিত ছিলেন বলে তাকে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয়নি।তিনি তাদের বক্তব্য ভিডিও সম্প্রচার করে বলেন, “এই ভোটার অভিযোগ করেছেন যে, একজন দলিত হওয়ার কারণে, তাকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। এই সব বলার পর দালিত লোকটি কাঁদতে লাগে। ভোটাদাতা জানায়, নির্বাচনী কর্মকর্তারা বলছেন যে দলিতরা ভোট দেবেন না। তার স্ত্রীও এই ব্যক্তির সাথে উপস্থিত ছিল। উভয় ভোটার তাদের পোলিং বুথের বাইরে একটি পোল স্লিপ নিয়ে উপস্থিত ছিলেন।

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং এসপি নেতা অখিলেশ যাদব দলিত দম্পতির ভিডিও শেয়ার করে ক্ষোভ ব্যক্ত করেছেন। অখিলেশ টুইটারে লিখেছেন, দলিত ভাই ও বোনদের ভোট দানে বাধা দেওয়া অপরাধ ও পাপ।অপরাধ কারণ প্রত্যেক নাগরিকের বুনিয়াদি অধিকার ভোট, পাপ কারণ ভোটদানই মানুষের মধ্যবর্তী সমস্ত পার্থক্য শুধু একটি দিনের জন্য দূর করে দেয়। বিজেপি নেতারা খোলাখুলিভাবে বলছেন যে এই দেশটি সবার নয় এবং জনগণের মধ্যে ঘৃণা ছড়িয়ে দিচ্ছে।’’

পিবিএ/এএইচ

আরও পড়ুন...