উত্তাল বঙ্গোপসাগর, জেলেরা ট্রলার নিয়ে নিরাপদে

পিবিএ,পটুয়াখালী: বঙ্গোপসাগরের বায়ু চাপ সৃষ্টি হয়েছে। এর ফলে সাগর উত্তাল হয়ে উঠেছে। বায়ু চাপের কারনে পটুয়াখালীর কলাপাড়াসহ উপকূলীয় এলাকায় দূর্যোগপুর্ন আবহাওয়া বিরাজ করেছে। কখনো গুড়ি গুড়ি বৃষ্টি। আবার কখনো দমকা- হাওয়া বইছে।

গত কয়েক দিন ধরে সাগর উত্তল থাকার কারেনে গভীর সমুদ্রে জেলেরা মাছ ধরা বন্ধ করে ট্রলার নিয়ে নিরাপদে আশ্রয় নিয়েছে। এদিকে পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বলে উপজেলা ঘূর্নিঝড় প্রস্ততি সতর্কী করন অফিস সূত্রে জানা গেছে।

স্থানীয় জেলেরা জানান, বর্তমানে সাগর উত্তাল। এ কারনে মাছ ধরা বন্ধ। তাই ট্রলার নিয়ে নিরাপাদ আশ্রয় নিয়েছি। জেলে আমির মাঝি জানান, অবরোধের পর সাগরে বেশ মাছ পরছিল। হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ার কারনে মাছ ধরা বন্ধ রয়েছে। একদিকে ধার দেনা আবার সামনে কোরবানীর ঈদ, এখন দুশ্চিন্তায় আছি।

আলীপুর মৎস্য আরৎ মালিক সমিতির সভাপতি মো. আনছার উদ্দিন মোল্লা জানান, আমাদের এলাকার কোন মাছ ট্রলার সাগরে নাই। সাগর গমর হয়ে ওঠার আগে ভাগেই জেলেরা ট্রলার নিয়ে মহিপুর আলীপুরের শিববাড়িয়া নদীতে নিরাপদে প্রত্যাশ্রয় নিয়েছে। আবহাওয়া ভাল হলেই জেলেরা ওইসব ট্রলার নিয়ে ফের সমুদ্রে যাত্রা করবে বলে তিনি জানিয়েছেন।

উপজেলা ঘূর্নিঝড় প্রস্ততি সতর্কী করন কর্মকর্তা মো. আসাদুজ্জাম জানান, বঙ্গোপসাগরের বায়ু চাপ সৃষ্টি হয়েছে। এর ফলে বৃষ্টি হওয়ার আশংকা রয়েছে। তবে পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পিবিএ/উত্তম কুমার হাওলাদার/ইকে

আরও পড়ুন...