পিবিএ ডেস্ক: ইন্ডিয়ান আইডল সিজিন ১’র সহ-সঞ্চালক আদিত্য নারায়ণের বিয়ের খবর ছড়িয়ে পড়েছে৷ চারিদিকে এই বিষয় নিয়ে প্রচুর চর্চাও চলছে ৷ এই চর্চার মধ্যে উস্কে দিয়েছে ভোজপুরী ছবির জনপ্রিয় অভিনেত্রী মোনালিসার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে ৷ যদিও এই গান ৫ বছরের পুরনো ৷
তবুও এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে ৷ প্রখ্যাত একটি গান মুড বিগাড়লু এই মুহূর্তে ইউটিউবে ঝড় তুলেছে ৷ এই গানে আদিত্য নারায়ণ ও মোনালিসার কেমিস্ট্রি জরে আসছে সবারই ৷
এখনও পর্যন্ত এই ভিডিওর সর্বা সাকুল্যে ৪৭ লক্ষ ভিউ হয়েছে ৷ গানটি গেয়েছেন স্বয়ং আদিত্য নারায়ণ ৷ আদিত্য নারায়ণ তার অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন সুভাষ ঘাইয়ের ছবি পরদেশের মাধ্যমে ৷ আদিত্য নারায়ণের সম্পূর্ণ পরিবারই সুরেলা পরিবার ৷
বাবা উদিত নারায়ণ, ঠাকুরদা হরিকৃষ্ণ ঝাঁও একজন প্রখ্যাত শিল্পী ৷ আদিত্য নারায়ণ তার জীবন শুরু করেছিলেন ১৯৯২ সালে নেপালি ছবি মোহিনী দিয়েই শুরু করেছিলেন ৷ এরপরে ১৯৯৫ সালে আশা ভোঁসলের সঙ্গে গান গেয়ে সবার নজরে এসেছিলেন ৷ প্রায় ১৬ ভাষায় গান গেয়েছেন আদিত্য নারায়ণ ৷
অন্যদিকে মোনালিসা অর্থাৎ ঝুমা বউদি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তার বোল্ড অবতারের জন্য তিনি বেশ পরিচিত ৷ বিগ বসের প্রতিযোগী হওয়ার পরে সবার নজরে এসেছিলেন তিনি ৷ মোনালিসা নজর নামক একটি ধারাবাহিকে ডাইনির ভূমিকায় অভিনয় করেছেন ৷ বেশ চর্চায়ও রয়েছেন তিনি ৷
পিবিএ/বিএইচ