উদিত নারায়ণকে এক মাস ধরে ‌ফোনে খুনের হুমকি

পিবিএ ডেস্ক: বিগত একমাস ধরে লাগাতার ফোনে হুমকি পাচ্ছেন বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক উদিত নারায়ণ। ফোনে অপমানজনক কথা ছাড়া খুনের হুমকিও দেওয়া হয়েছে। অবশেষে মুম্বই পুলিশে অপরাধ দমন শাখার জুলুমবাজি দমন শাখা বা এইসি–র সাহায্য চেয়েছেন গায়ক।

এখনও এফআইআর রুজু না হলেও প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে চুরি যাওয়া একটি সেলফোন থেকে বিহার থেকে ওই ফোনগুলি করা হচ্ছে। লক্ষ্মণ নামে কেউ ফোন করছে। সে উদিতকে ফোনে এও দাবি করেছে, তিনি কখন বাড়ি থেকে বেরোন বা বাড়ি ফেরেন সব কিছুই সে জানে।

পুলিস আরও জানতে পেরেছে, ওই ফোনটি উদিত নারায়ণ মুম্বইয়ের যে বহুতল আবাসনের বাসিন্দা, সেই আবাসনের নিরাপত্তারক্ষীর। পুলিসকে প্রাথমিক জেরায় ওই নিরাপত্তারক্ষী বলেছেন, তিন মাস আগে বিহারে যখন নিজের বাড়ি গিয়েছিলেন তিনি তখন সেখানেই তাঁর ফোন চুরি গিয়েছিল।

পুলিস মনে করছে ওই ফোনে উদিতের নম্বর সেভ থাকায় সহজেই সেটি পেয়ে যায় লক্ষ্মণ। তারপর থেকেই তাঁকে হুমকি দিতে শুরু করে লক্ষ্মণ। আম্বোলি থানার তদন্তকারী অফিসার ভরত গাইকোয়াড় বলেছেন, উদিতের বয়ান থানায় রেকর্ড করা হয়েছে।

যেহেতু গায়ক হুমকি ফোন পাচ্ছেন তাই সেই বয়ান নিয়মানুয়ায়ী এইসি–তে পাঠিয়ে দেওয়া হয়েছে। মাস খানেক আগে প্রথম ফোন পান উজিত। তারপর এমাসের ১৭ এবং ২৩ তারিখে আরও দুটি ফোন আসে। উদিতের বাড়ির চারপাশে পুলিস মোতায়েন হয়েছে। তাছাড়া সাদাপোশাকেই প্রচুর পুলিস ওই এলাকায় মোতায়েন হয়েছে। যাতে কোনও সন্দেহভাজনের গতিবিধি টের পেলেই পুলিস ব্যবস্থা নিতে পারে।

পিবিএ/ইকে

আরও পড়ুন...