উন্মুক্ত লটারিতে জামালপুরের ১৫ ইউনিয়নে খাদ্যবান্ধব ডিলার নির্বাচন

রাজন্য রুহানি,জামালপুর: উন্মুক্ত লটারির মাধ্যমে জামালপুর সদর উপজেলার ১৫ ইউনিয়নে ৬৩টি বিক্রয়কেন্দ্রের বিপরীতে খাদ্যবান্ধব ডিলার নির্বাচন করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল থেকে দুপুর পর্যন্ত এ লটারি অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকির সভাপতিত্বে এ লটারি পরিচালনা করেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আয়মান বিনতে ফেরদৌস।

উন্মুক্ত লটারি পরিচালন কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. ফিরোজ ইবনে ইউসুফ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলফিকার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. এমদাদুল হক, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম।

লটারি অনুষ্ঠানে ১৫ উপজেলার আবেদনকারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...