রাজন্য রুহানি,জামালপুর: জেলহাজতে থাকা জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তাঁর কর্মীসমর্থক ও স্থানীয়রা। বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত এক মানববন্ধনে বক্তারা উপজেলা চেয়ারম্যানকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও নিঃশর্ত মুক্তির দাবি জানান। স্থানীয় সার ব্যবসায়ী নওশের আলী হত্যা মামলায় তিন দিন ধরে জেলহাজতে রয়েছেন চেয়ারম্যান রিমু।
বুধবার (৩ জুলাই) দুপুর ১২ টায় মাদারগঞ্জ পৌর শহরের উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে মাদারগঞ্জের স্বর্বস্তরের জনগণের ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাদারগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও শহর যুবলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সাগরের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধন বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন আয়না, শহর আওয়ামী সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সেবু, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী পাওয়ার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ষড়যন্ত্র করে মিথ্যা হত্যা মামলায় নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুকে ফাঁসিয়েছে স্বার্থান্বেষী একটি মহল। উপজেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে তাঁকে এ মামলায় জড়ানো হয়। ওই মামলায় গত ১ জুলাই জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ওই মামলা থেকে অব্যাহতি ও নিঃশর্ত মুক্তির দাবি জানান বক্তরা। অন্যথায় তারা কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন।