উপজেলা নির্বাচনে আ’লীগ থেকে মানিকগঞ্জে মনোনয়ন পেলেন যারা

manikgonj-aoamiluge-mononoy

পিবিএ,মানিকগঞ্জ: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে তৃতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় বিভিন্ন জেলার ১২৭ জন প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রার্থী তালিকা ঘোষণা করা হয় । এরমধ্যে মানিকগঞ্জের সাত প্রার্থীর নামও রয়েছেন এরা হলেন , মানিকগঞ্জ সদর উপজেলায় মোঃ ইসরাফিল হোসেন , ঘিওরে মোঃ হাবিবুর রহমান হাবিব, দৌলতপুরে মোহাম্মদ নুরুল ইসলাম রাজা ,শিবালয়ে রেজাউর রহমান খান (জানু), হরিরামপুরে দেওয়ান সাইদুর রহমান, সুটুরিয়ায় আব্দুল মজিদ ফটো, সিঙ্গাইরে মোঃ শহিদুর রহমানের নাম প্রকাশ করা হয় । এ চুরান্ত তালিকা প্রকাশের পর দলীয় নেতাদের মাঝে ছড়িয়ে পরছে উৎসবের আমেজ । এ দিকে জনপ্রিয় সোস্যাল মিডিয়া ফেসবুকেও পছন্দের প্রার্থীদের ছবি এবং নাম দিয়ে অভিনন্দন জানাচ্ছেন দলের সমোর্থকরা । মানিকগঞ্জ জেলা আ,লীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এড. আব্দুস সালাম বলেন, জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় দেশ আজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে । এরই ধারাবাহিকতায় উপজেলা নির্বাচনে আ’লীগ থেকে যাদের নাম চুরান্ত ভাবে প্রকাশ করেছে তাদেরও অনেক দায়িত্ব পালন করতে হবে এবং নির্বাচনে জয়ী হতে আ’লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ।

জানা যায়, তৃতীয় ধাপে ১২৭ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৪ মার্চ। দলের হাই কমান্ডের নেতাদের সুপারিশ ও সরকারী বেসরকারী বিভিন্ন সংস্থার রিপোর্টের ভিত্তিতে যাচাই-বাছাই করে আ’লীগের মনোনয়ন বোর্ডে এ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয় ।

পিবিএ/এসই/এফএস

আরও পড়ুন...