উপজেলা নির্বাচনে কুড়িগ্রামে ভোটার উপস্থিতি কম

KURIGRAM PBA

পিবিএ,কুড়িগ্রাম: রোববার প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন কুড়িগ্রামের নয়টি উপজেলার মধ্যে ৮টি উপজেলা রৌমারী, রাজীবপুর, চিলমারী, উলিপুর, রাজারহাট, কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী ও ভুর্ঙ্গুামারীর মোট ৬৬১টি ভোট কেন্দ্রে সকাল ৮ টা থেকে শুরু হয়েছে।

এসব উপজেলার মোট ১৪ লাখ ২০ হাজার ৪০৭ জন পুরুষ ও মহিলার ভোটারের ভোট প্রয়োগে বিকাল ৪ টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলবে। তবে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত ভোট কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি দেখা গেছে অনেকটা কম। তবে বেলা বাড়ার সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে পারে এমন প্রত্যাশা করছেন কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তারা।

এখানে প্রতিটি ভোট কেন্দ্রে ১৩ জন নিয়মিত আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি, র‌্যাব, আনসার বাহিনী ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট এর তিক্ষ্ন নজরদারি করছেন। এর মধ্যেও দুই একটি অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হলে সেসব কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করা রয়েছে।
প্রথম ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণে ফুলবাড়ী উপজেলাটি বাদ পড়েছে। এখানে ভোট গ্রহণ হচ্ছেনা। উচ্চ আদালতের এক আদেশে এখানকার উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে। এর ফলে আজ প্রধম ধাপের নির্বাচনে ফুলবাড়ী উপজেলার ৬ টি ইউনিয়নের ১ লাখ ২৬ হাজার ৪৯৭ ভোটারের প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভোট দেয়া হচ্ছেনা।

জানা গেছে, বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার বাসিন্দাদের ফুলবাড়ী,ভাঙ্গামোড় ও কাশিপুর ইউনিয়নের সঙ্গে পৃথকভাবে সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা করা হয়। এই তালিকার আপত্তি জানিয়ে বিলুপ্ত ছিটমহলের বাসিন্দা উত্তর কামালপুর গ্রামের শরীফ উদ্দিন ৬ মার্চ ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন।
তার এই রিটের প্রেক্ষিতে আদালত ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের কার্যক্রম স্থগিত রাখার আদেশ দিলে এখানে নির্বাচন স্থগিত করা হয়।

ফুলবাড়ী উপজেলা নির্বাচন স্থগিতের কারণে এখানকার ২ চেয়ারম্যান প্রার্থী, ৩ পুরুষ ভাইস চেয়াম্যান প্রার্থী ও ৪ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। প্রার্থীদের মতে, তারা হয়রানি, পূণরায় অর্থ অপচয় ও পরিশ্রমের কবলে পড়েন। তারপরেও আদালতের এ আদেশকে মেনে নেন প্রার্থীরা।

এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব পিবিএকে বলেন, বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার বাসিন্দা শরিফ উদ্দিনের দায়ের করা হাই কোর্ট ডিভিশনের রিট পিটিশন নাম্বার ২২১৯/২০১৯ এর প্রেক্ষিতে হাই কোর্ট ডিভিশনের নির্দেশনা অনুযায়ী ১০ মার্চের ফুলবাড়ী উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে।
তবে বাকি ৮টি উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীসহ বিজিবি, র‌্যাব, আনসার বাহিনী ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট এর তিক্ষ্ন নজর দারিতে দুই/একটি কেন্দ্র ছাড়া বাকি গুলোতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

পিবিএ/ইএ/হক

আরও পড়ুন...