পিবিএ,ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থীর পক্ষে কাজ করাকে কেন্দ্র করে বিতর্কের জেরে প্রতিপক্ষের হামলায় আনারস প্রতিক নিয়ে প্রতিদন্দিতা করা স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দফায় দফায় এ হামলার ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তির নাম দেলোয়ার মাতুব্বর (৪০)। সে বোয়ালমারী উপজেলার পোয়ালইল গ্রামের খালেক মাতুব্বরের পুত্র ও স্বতন্ত্র প্রার্থীর (আনারস) সমর্থক।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, এলাকায় আদিপত্ত বিস্তাকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য, নৌকা প্রতিকের পক্ষে কাজ করা নাজিম উদ্দিনের সাথে স্বতন্ত্র প্রার্থীর (আনারস) পক্ষে কাজ জামাল মাতুব্বরের পুর্বে থেকেই বিরোধ ছিল। গত ১৮ মার্চ অনুষ্ঠিত বোয়ালমারী উপজেলা নির্বাচন নিয়ে এ বিরোধ প্রকাশ্য হয়। গত ০৪ এপ্রিল রাতে নির্বাচনে নৌকার পক্ষে বিপক্ষে কাজ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিতর্ক হয়। এ ঘটনার জেরে নৌকার পক্ষে কাজ করা নাজিম উদ্দিনের লোকজন লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় হামলা চালায়। এ হামলায় আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করা জামাল মাতুব্বরের পক্ষের সমর্থক আহত দেলোয়ার মাতুব্বরের মৃত্যু হয়।
খবর পেয়ে বোয়ালমারী থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শামীম হাসান জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। #
পিবিএ/এমআই/হক