উপনির্বাচন বর্জন করলো বাম গণতান্ত্রিক জোট

পিবিএ, বগুড়া: নিরপেক্ষ নির্বাচন সহ নির্বাচনী ব্যবস্থার আমুল সংষ্কারের দাবি পুরণ না হওয়ায় বগুড়া সদর আসনের সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিল বাম গণতান্ত্রিক জোট।

মঙ্গলবার সকালে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা প্রদান করেন বাম জোটের বগুড়া জেলা শাখার সমন্বয়ক কমরেড আব্দুর রশিদ।
সংবাদ সম্মেলনে কমরেড আব্দুর রশিদ বলেন, শাসক শ্রেণী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাস বিকৃতির এক অনন্য নজির স্থাপন করেছে। ভোট কারচুপি, জালিয়াতি, ইঞ্জিনিয়ারিং, মিডিয়া ক্যু ইত্যাদি সকল বিষয়কে ছাপিয়ে এটি ছিল ভোটের আগের রাতে ভোটের বাক্স ভরে রাখার এক অনন্য নতুন কীর্তি সৃষ্টি করেছে।
ওই নির্বাচনের দগদগে ঘা এখনও শুকায়নি। জনগণের ভোটের অধিকার পুনঃ প্রতিষ্ঠা ও দল নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ নির্বাচন সহ নির্বাচনী ব্যবস্থার আমুল সংষ্কারের দাবি পুরণ না হওয়ায় এই সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করা অর্থহীন। বগুড়া সদর আসনে আগামী ২৪ জুন অনুষ্ঠিত হবে শুন্য আসনের সংসদ নির্বাচন। এই নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জোটের কেন্দ্রীয় নেতা সিপিবির কেন্দ্রীয় সহকারি সম্পাদক সাজ্জাদ জহীর চন্দন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় সদস্য লিয়াকত আলী, সিপিবি বগুড়া শাখার সভাপতি জিন্নাতুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ফরিদ, বাসদ সমন্বয়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, আমিনুল ইসলামসসহ অন্যান্যরা।

পিবিএ/এইচএ/হক

আরও পড়ুন...