পিবিএ,ঢাকা: ধর্ষণ চেষ্টা মামলায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সদ্য সাময়িক বরখাস্ত উপসচিব রেজাউল করিম রতনকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয় বলে বার্তাটোয়েন্টিফোর.কম-কে বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজিব শেখ।
তিনি বলেন, হাজারীবাগ থানায় তার বিরুদ্ধে একটি ধর্ষণ চেষ্টার মামলা আছে। তাছাড়াও ধানমন্ডিতে আরেকটি ধর্ষণের মামলা ও জিডি ছিলো তার বিরুদ্ধে। এর আগে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে সংস্কৃতি মন্ত্রণালয়ের এই উপসচিবকে সাময়িক বরখাস্ত করা হয়। তিনি ২০১৬ সালে মোহাম্মদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন।
পিবিএ/বাখ