উপসচিব রেজাউল করিম রতন গ্রেফতার

পিবিএ,ঢাকা: ধর্ষণ চেষ্টা মামলায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সদ্য সাময়িক বরখাস্ত উপসচিব রেজাউল করিম রতনকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয় বলে বার্তাটোয়েন্টিফোর.কম-কে বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজিব শেখ।

উপসচিব রেজাউল করিম রতন
উপসচিব রেজাউল করিম রতন

তিনি বলেন, হাজারীবাগ থানায় তার বিরুদ্ধে একটি ধর্ষণ চেষ্টার মামলা আছে। তাছাড়াও ধানমন্ডিতে আরেকটি ধর্ষণের মামলা ও জিডি ছিলো তার বিরুদ্ধে। এর আগে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে সংস্কৃতি মন্ত্রণালয়ের এই উপসচিবকে সাময়িক বরখাস্ত করা হয়। তিনি ২০১৬ সালে মোহাম্মদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন।

পিবিএ/বাখ

আরও পড়ুন...