উপস্থাপক মুসলিম বলে তাঁকে দেখতে চান না হিন্দু সংগঠক

পিবিএ,ডেস্ক: ভারতে এবার সাম্প্রদায়িক আচরনের শিকার হলেন মুসলিম এক টিভি উপস্থাপক। লাইভ টিভি শো’তে উপস্থাপক মুসলিম বলে তাঁকে দেখতে না চেয়ে চোখ ঢেকে নিলেন ‘হাম হিন্দু’ সংগঠনের প্রতিষ্ঠাতা অজয় গৌতম। মুসলিম ছুতমার্গের আরও এক উদাহরণ এবার দেখা গেল লাইভ টেলিভিশনে।

এর আগে স্রেফ মুসলিম বলে খাবার সরবরাহকারী সংস্থা Zomato-র এক ডেলিভারি বয়ের থেকে খাবার নিতে না চাওয়ার ঘটনায় ভারত জুড়ে নিন্দার ঝড় উঠেছে ।

নিউজ ২৪ (News 24)-এর এক সান্ধ্য আলোচনায় অতিথি ছিলেন গৌতম। সেখানে Zomato বিতর্কে জোর বিতর্ক হয়। এরপরই আলোচনার পরবর্তী অংশে যাওয়ার কথা ঘোষণা করেন মূল সঞ্চালক। পরবর্তী অংশে ভিন্ন প্রতিবেদন নিয়ে অপেক্ষা করছিলেন চ্যানেলের আরেক সঞ্চালক খালিদ।

কিন্তু, সে সময়ই হাত দিয়ে দু’চোখ ঢেকে নেন ‘হাম হিন্দু’ নেতা অজয় গৌতম। লাইভ ক্যামেরার সৌজন্যে সেই দৃশ্য সম্প্রচারিত হয় গোটা দেশেই। এবং অল্প সময়েই ভাইরাল হয়ে যায়। এরপরই শুরু হয়েছে তীব্র বিতর্ক।

অজয় গৌতমের এই কাণ্ডের তীব্র সমালোচনা চলে সোশ্যাল মিডিয়ায়। হিন্দু সংগঠনের অনেকে যেমন অজয় গৌতমকে ‘প্রতিনিধি’ মানতে নারাজ, অনেকেই আবার ‘হাম হিন্দু’ সংগঠনের প্রতিষ্ঠাতাকে ‘নয়া ভারতে’র অসহিষ্ণুতার আরও এক উদাহরণ হিসেবে তুলে ধরেছেন।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...